About IOM

আলহামদুলিল্লাহ, ওয়াস সালাতু ওয়াস সালামু ‘আলা রাসূলিল্লাহ। ওয়া ‘আলা আলিহী ওয়া আসহাবিহী ওয়া মান ওয়ালাহ।

আল-কুরআনের প্রথম নির্দেশ ‘পড়ো’। পড়লেই শেখা যায় আর শিখলে শেখানোও যায়। শেখা এবং শেখানো এ দুটো মিলেই হলো শিক্ষা।

শিক্ষা জাতির মেরুদণ্ড। আর শিক্ষকরা হলেন জাতি গড়ার কারিগর। উন্নত শিক্ষা উন্নত জাতি গঠনের নিশ্চয়তা দেয়। আর নৈতিক শিক্ষা যেকোনো জাতিকে সৎ, সভ্য ও পরিমার্জিত জাতির মর্যাদা উপহার দেয়। শিক্ষক ও শিক্ষার্থী সবার জন্যই জ্ঞান চর্চার নানামুখী সুযোগ উন্মুক্ত করার অভিপ্রায়ে তাইবাহ একাডেমী অফার করছে অনেকগুলো একেডেমিক কোর্স ও শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম।

আইওএম(IOM) বাংলা ভাষায় ইসলামী শিক্ষা ও জ্ঞান অর্জনের একটি উন্মুক্ত ই-লার্নিং প্লাটফর্ম। এখানে ক্লাসিক্যাল ইসলামী শিক্ষার পাশাপাশি অধ্যয়ন, গবেষণা ও ভাষাগত দক্ষতার উপর বিভিন্ন মেয়াদী বিভিন্ন কোর্স অফার করা হবে। বিশ্ববিদ্যালয় ও মাদরাসা পর্যায়ের দক্ষ ও অভিজ্ঞ সিনিয়র শিক্ষকগণ এ কোর্সগুলোর প্রশিক্ষক হিসেবে রয়েছেন। প্রতিটি কোর্সে থাকবে বিষয়ভিত্তিক নোটসহ পূর্ণাঙ্গ লাইভ এবং রেকর্ডেড ভিডিও লেকচার। কোর্স কন্টেন্ট ব্যবহার করে রেজিস্ট্রেশনকারী যেকোনো ব্যক্তি সংশ্লিষ্ট বিষয় সম্পর্কে সুস্পষ্ট জ্ঞান লাভ করতে পারবেন। Viva, MCQ, Assignment ও পরীক্ষায় অংশগ্রহণ করে সফলভাবে কোর্স সমাপ্ত করতে পারলে অংশগ্রহণকারী ব্যক্তি সার্টিফিকেট লাভ করবেন।

Content Protection by DMCA.com
0